ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের জয় কার্যত নিশ্চিত। শনিবার ভারতের তরুণ বোলাররা ফ্লরিডায় সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫৯ রানে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ম্যাচ শেষে রোহিত শর্মার (Rohit Sharma) মুখে শোনা যায় আবেশ খান, অর্শদীপ সিংহদের প্রশংসা।

আবেশ এর আগে তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি। তবুও দলের তরুণ সদস্যের উপর আস্থা হারাননি অধিনায়ক রোহিত (Rohit Sharma)। সুত্রের খবর, রোহিত বলেছেন, ‘‘আবেশ প্রতিভাবান। সেটা আমাদের বুঝতে হবে। একটা বা দু’টো ম্যাচে কারও পারফরম্যান্স ভালো না হতেই পারে। তাতে দক্ষতা কমে যায় না। আমরা সকলকে যথেষ্ট সুযোগ দিতে চাই। শনিবারের পরিবেশ এবং নিজের উচ্চতা দারুণ ভাবে কাজে লাগিয়েছে আবেশ। ওকে দেখে সত্যিই বেশ ভালো লাগছিল।’’

আরও পড়ুন: Commonwealth Games 2022: বক্সিংয়ে জোড়া সোনা ভারতের

পাশাপাশি রোহিত (Rohit Sharma) আরও বলেছেন, ‘‘আমরা যে ভাবে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, মনে হয় সে ভাবেই খেলতে পেরেছি। আবহাওয়া তেমন ভাল ছিল না। তা-ও আমরা ভাল রান করতে পেরেছি। ব্যাটিং নিয়ে কিছু পরিকল্পনা ছিল আমাদের। সেগুলো ঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছি আমরা। উইকেট খুব মন্থর ছিল। আমাদের বোলাররা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।’’