ইতিমধ্যেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি মাত্র দুটি ম্যাচ। আর এই দু’টি ম্যাচে অনিশ্চিত রোহিত শর্মা (Rohit Sharma)। মঙ্গলবার তৃতীয় ম্যাচে ব্যাট করার সময় তাঁর পিঠের পেশিতে টান ধরে। ফলে ৫ বলে ১১ রান করার পর আর খেলতে পারেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফের একটি বল মারতে গিয়ে পেশিতে টান ধরে রোহিতের (Rohit Sharma)। সাথে সাথেই মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈন। কিছু্ক্ষণ কথা বলার পর তাঁর সঙ্গেই পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রোহিত।

আরও পড়ুন: Rohit Sharma: দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেদের হার নিয়ে কি বললেন রোহিত

সুত্রের খবর, যদিও ম্যাচ শেষ হওয়ার পর রোহিত (Rohit Sharma) জানিয়েছেন, ‘‘এখন কিছুটা ভালো বোধ করছি। পরের ম্যাচের আগে হাতে কয়েক দিন সময় রয়েছে। আশা করছি তার আগে ঠিক হয়ে যাব।’’ অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘রোহিত শর্মার পিঠের পেশিতে টান লেগেছে। তাঁর চোটের পরিস্থিতির উপর নজর রাখছেন দলের মেডিক্যাল স্টাফরা।’ তাঁর চোট নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রাহুল দ্রাবিড়রা। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠাসা সূচি রয়েছে ভারতীয় দলের। পরের ম্যাচের আগে তিন দিন সময় থাকায় তাঁরা অপেক্ষা করতে চাইছেন। রোহিত সম্পূর্ণ ফিট হলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামবেন।