ভোলবদল এসএসকেএম (SSKM) হাসপাতালের। যে এসএসকেএম শনিবার থেকে জানিয়েছিল একাধিক অসুস্থতা
রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, সেই হাসপাতালই এবার জানাল সুস্থই আছেন রাজ্যের শিল্পমন্ত্রী।
এসএসকেমের চিকিত্সক তুষার কান্তি পাত্র জানিয়েছেন তার অবস্থা এখন আগের তুলনায় স্থিতিশীল।
মেডিক্যাল রিপোর্ট তাই জানিয়েছে। তিনি বলেছেন তার যাবতীয় পরীক্ষা হয়েছে। যদিও তার কিছু ক্রনিক সমস্যা আছে কিন্তু তার জন্য
হাসপাতালে ভর্তির দরকার নেই। চিকিত্সকদের তত্বাবধানে থাকবেন তিনি।
গতকালই এইমসের পক্ষ থেকে জানানো হয় বড় কোন সমস্যা নেই পার্থর যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। বুকেও কোন সমস্যা নেই তার।
অনেক বছর ধরে ওষুধ খান তিনি তার জেরে কিছু ক্রনিক ডিজিজ থাকলেও তা বড় কিছু নয়। নিয়মিত তত্বাবধানে থাকলেই ঠিক থাকবেন তিনি।
বলাই বাহুল্য এইমসের এই রিপোর্টে মুখ পুড়েছে এসএসকেএমের। কারণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল একাধিক জটিলতা আছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
তাকে আরও ক’দিন হাসপাতালে (SSKM) রেখে চিকিত্সার দরকার আর এতেই ক্ষুব্ধ ছিল ইডি। ইডির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে প্রভাব খাটাতে পারেন পার্থ।
তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমসে। সমস্ত পরীক্ষা করে এইমস জানায় সুস্থই আছেন তিনি। তাকে গতকালই ছেড়ে দেওয়া হয়।
আর তারপরেই যেন অবস্থান বদল হল এসএসকেএমের। তারাও জানাল সুস্থ আছেন পার্থ।