আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে কমনওয়েলথ গেমস। তবে তার আগেই তুমুল বিতর্ক তুলে দিলেন বক্সার লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন অলিম্পিক্স পদকজয়ী। তিনি জানালেন, কোচ বদল নিয়ে গত কয়েক দিনে যা হয়েছে তাঁর সঙ্গে, তাতে প্রস্তুতি অনেকটাই ব্যাহত হয়েছে। অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়ি। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পায়।
সুত্রের খবর, নেটমাধ্যমে পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা (Lovlina Borgohain)। তিনি লিখেছেন, ‘আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে। তার মধ্যে একজন কোচ হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সন্ধ্যা গুরুংজি। দু’জনকেই অনেক অনুরোধের পরে অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক দেরিতে।’
আরও পড়ুন: Diego Maradona: অভিনব উপায়ে মহাকাশে প্রয়াত মারাদোনাকে জানানো হবে শ্রদ্ধা
এখানেই শেষ নয়। লভলিনা (Lovlina Borgohain) আরও লিখেছেন, ‘অনুশীলনে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাতে মানসিক ভাবে ক্ষতি হয়েছে। এখন আমার কোচ সন্ধ্যা গুরুংজিকে কমনওয়েলথ ভিলেজে থাকতে দেওয়া হচ্ছে না। ঢোকার অনুমতিও নেই। গেমসের আগে আট দিন আমার অনুশীলন বন্ধ ছিল। আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধের পরেও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয়েছে। জানি না কী ভাবে গেমসে ফোকাস করব। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপও এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজনীতির জন্য কোনও ভাবেই কমনওয়েলথ গেমসে খারাপ খেলতে চাই না। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।’