চলতি সপ্তাহের শেষের দিকে রাজের দৈনিক সংক্রমণ কিছুটা কমলো। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত বুলেটিন রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ২২৩৭ জন। সংখ্যাটা বৃহস্পতিবারের থেকে বেশ কিছুটা কম।
রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে আবারো শীর্ষস্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ৪১৯ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। পরবর্তী স্থানে রয়েছে বীরভূম। গত ২৪ ঘন্টায় বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। পশ্চিম বর্ধমানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০০ জন এর কাছাকাছি।
চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বৃদ্ধি পেয়েছে করোনার (Covid-19) ফলে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন ৭ জন। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মারা গেলেন ২১,৩০৭ জন। বর্তমানে রাজ্যে করোনার ফলে মৃত্যুহার ১.০২ শতাংশ এবং পজিটিভিটি রেট ১৪.৭ শতাংশ।
পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ওঠানামা করতেই চিকিৎসকরা বুস্টার ডোজের ওপর জোর দিতে বলছেন। এছাড়াও চিকিৎসকদের পরামর্শ রাস্তায় মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।