পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের(Covid Update) গ্রাফ কখনো ঊর্ধ্বমুখী, আবার কখনো নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪৮৬ জন। সাথে উদ্বেগ বাড়াচ্ছে বাড়তে থাকা পজিটিভিটি রেট। সংক্রমনের নিরিখে তালিকার শীর্ষে আরো একবার নাম উঠে এসেছে উত্তর ২৪ পরগনার।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর তরফে প্রকাশিত বুলেটিন রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে(Covid Update) মোট আক্রান্ত হয়েছেন ২০,৭৯,৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩১২৪ জন। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ২০,৩০,৪৩৬ জন। অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ।

স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়িয়ে করোনার(Covid Update) পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়েছে বাংলায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনার পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনার ফলে মৃত্যু হয়েছে ৬ জনের। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন মোট ২১,৩০০ জন যা শতাংশের বিচারে ১.০২ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৯৯ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। এছাড়াও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের পরিমাণ শতাধিক।