বহুকাল ধরেই রূপচর্চার ক্ষেত্রে রাসায়নিক কসমেটিকসের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহারের চল রয়েছে। তাঁরা রূপচর্চার ক্ষেত্রে সবসময়েই প্রাকৃতিক উপাদানের উপরে ভরসা করতেন। খুব ছোট-ছোট জিনিস, যেগুলো সবসময়ে রান্নাঘরে মজুত থাকে, তা দিয়েই ত্বকের যত্ন নিতেন আর তার মধ্যে বেসন(bes ছিল অন্যতম। আজ দিদিমার হেঁশেলের সব টপ সিক্রেট বেসনের ফেসপ্যাকের হদিশ আপনাদের দেব, যাতে আপনার ত্বকও হয়ে উঠবে উজ্জ্বল ও স্বাস্থ্যে ঝলমলে।

২ টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ অরগানিক অ্যালোভেরা জেল মিশিয়ে ওই মিশ্রণ ত্বকে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে ২/৩ বার করুন এবং শীতকালে পারলে প্রতিদিন এই প্যাক ব্যবহার করুন। শুষ্ক ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে এই প্যাক খুবই উপকারী। শুষ্ক ত্বক এবং সংবেদনশীল ত্বক-এর জন্য খুব ভাল।

তিন টেবিল চামচ বেসন(beson facepack) এবং ৫ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকোতে শুরু করলে সামান্য ঊষ্ণ জল দিয়ে হালকা হাতে মালিশ করুন। এতে ত্বকের মরা কোষ উঠে যাবে। মিনিট দশেক মালিশ করে জল দিয়ে ধুয়ে নিন। দু’সপ্তাহে একবার করে করুন। সব ধরনের ত্বকের জন্য উপযোগী তবে শুষ্ক ত্বকের জন্য বেশি ভাল।

দুই টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ বেসন এবং পেস্ট তৈরি করার জন্য পরিমানমতো জল বা গোলাপজল একসঙ্গে মিশিয়ে একটি ঘন অথচ স্মুদ পেস্ট তৈরি করে নিন। ১৫ মিনিটের জন্য ওই পেস্ট মুখে, ঘাড়ে এবং গলায় লাগিয়ে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করে করতে পারেন। শুষ্ক ত্বক বাদে বাকি সব ধরনের ত্বকের জন্যই এই প্যাক(beson facepack) উপযোগী।

 

Image source : google