ত্বকের মরা চামড়া দূর করতেও মেথির জুড়ি মেলা ভার। এজন্য এর সঙ্গে কিছু মধু মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগান। শুকিয়ে আসলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে মরা চামড়া দূর হওয়ার পাশাপাশি ত্বকের ব্রণ, ফুসকুড়িসহ ত্বকের আরও যে কোন সমস্যা দূর হবে।

 

 

টেবিল চামচ মেথি গুঁড়া(fenugreek) করে বা পেস্ট বানিয়ে এর সাথে সমপরিমাণ টকদই মিশিয়ে নিতে হবে। তারপর মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এরপর ভালো ভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে হবে। এই প্যাকটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

 

মেথি(fenugreek) ত্বকের লাবন্য ফিরিয়ে আনতে ও উজ্জলতা বৃদ্ধিতে খুবই উপকারী।ব্রণের সমস্যা কমাতে এবং কালো দাগ কমাতে সাহায্য করে। তাছাড়া ত্বকের পোড়াভাব দূর করে উজ্জ্বলতা ফেরাতেও সহায়তা করে এই বীজ।মেথি টোনার হিসাবেও খুব ভালো কাজে দেয়। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই পানি স্প্রে বোতলে রেখে টোনার হিসাবে ব্যবহার করা যায়।

Image source-google