জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) হত্যাকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ আন্তর্জাতিক রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রিয় বন্ধু শিনজো আবের মৃত্যুতে আজ ভারতে রাষ্ট্রীয় শোক পালন ঘোষনা করেছিলেন।সেই মতো পালনও করা হয়েছে।
আর এদিকে জানা যাচ্ছে,শিনজো আবের (Shinzo Abe) হত্যাকারী ৪১ বছর বয়সী টেটসুয়া ইয়ামাগামি জাপান ডিফেন্সের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। চাকরি থেকে অবসর নিলেও তাঁদের জন্য নেই কোনও পেনশন ব্যবস্থা। সেই আক্রোশ থেকেই কি এই খুন! তাত্পর্যপূর্ণ ভাবে ‘অগ্নিপথ’ প্রকল্পেও চার বছর কাজের পর নেই কোনও অবসরের পেনশন। এমন পরিস্থিতিতে শিনজো আবের মৃত্যুর পর অগ্নিপথ নিয়ে মানুষের মনে ক্ষোভ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজ্যের শাসকদল।
এ দিন জাগো বাংলায় শিনজো-খুনের খবরে অগ্নিপথের কুফল তুলে ধরেছে শাসক দল। প্রথম পাতায় ‘শিনজোর খুনে অগ্নিপথের ছায়া’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিনজোর মৃত্যুতে অগ্নিপথ নিয়ে ক্ষোভের কারণ আরও দৃঢ় হল। হত্যাকারী টেটসুয়া বিনা পেনশনে জাপানের সেনায় কাজ করত। একইভাবে অগ্নিপথ প্রকল্পের নিযুক্তিও করতে চাইছে কেন্দ্র। যা নিয়ে উত্তাল হয় গোটা দেশ।’
সম্প্রতি ভারতের তিন সুরক্ষা বাহিনীতে নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনায় চার বছরের জন্য যুবকদের নিয়োগ করা হবে। চার বছর পর বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে ২৫ শতাংশ ‘অগ্নিবীর’-কে। বাকিদের বাহিনীতে চাকরি থাকবে না। তাঁদের মোটা অঙ্কের প্যাকেজ দেওয়া হবে। সেই প্রকল্প নিয়ে ভারতের একাংশে তুমুল বিক্ষোভ হয়। বিরোধিতা করেছে তৃণমূলও। তারইমধ্যে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, সুরক্ষা বাহিনীতে চাকরির মেয়াদ শেষে অগ্নিবীরদের বিভিন্ন সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে হত্যার কারণ হিসেবে জাপানের সংবাদমাধ্যমে অন্য কথা দাবি করা হয়েছে। পুলিশের সূত্র উদ্ধৃত করে কিয়েডো নিউজে জানানো হয়েছে, আততায়ী জানিয়েছে যে এক ধর্মীয় নেতাকে আক্রমণ করতে চেয়েছিল। যে ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রতারণা করেছিল। প্রাথমিকভাবে আততায়ী আবেকে খুন করতেও চায়নি বলে দাবি করেছে। তারইমধ্যে জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আততায়ীর হাতে কোনও কাজ ছিল। ‘ক্লান্ত’ হয়ে যাওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিল।সব মিলিয়ে পরিস্থিতি এখন তুঙ্গে।শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার।
আরো পড়ুন:Amarnath:অমরনাথের বিপর্যয়ের মধ্যে নবান্নে কন্ট্রোল রুম খুললো মুখ্যমন্ত্রী!