রবিবার বিকেলে হাওড়ার দক্ষিণ পূর্ব রেল শাখার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ডাউন লাইনে একটি পণ্যবাহী পার্সেল এক্সপ্রেস (Parcel Express) লাইনচ্যুত হয়। এর জেরে রেল পরিষেবা ব্যাহত হয় ওই শাখার। শাখার বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে বেশকিছু লোকাল ট্রেনের সময়সূচী ও এর জেরে পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে খবর দুর্ঘটনার কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যাচ্ছে বিকেল ৪টে ৩৫ নাগাদ সাঁকরাইল এর উপর দিয়ে যাওয়ার সময় পার্সেল এক্সপ্রেসের (Parcel Express) তিনটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষন বন্ধ থাকে মিডল, আপ ও ডাউন লাইন। হাওড়া খড়গপুর রুট বন্ধ থাকে দীর্ঘক্ষন। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে।
লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের (Parcel Express) বগিগুলি রেলকর্মীরা দীর্ঘ চেষ্টার পর তুলতে সক্ষম হয়। রেলের তরফে জানানো হয়েছে ওই পণ্যবাহী ট্রেনটিতে অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল কি না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।