বলা হয়ে থাকে ভারতীয় চুল সোনার চেয়েও দামি। কেন? এর রহস্যটি একমাত্র ভারতীয় নারীরাই জানেন। কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল! কিন্তু বাস্তবে বদলে যাওয়া এই আবহাওয়া, পরিবেশের দূষণ, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে চুল রুক্ষ শুষ্ক আর নির্জীব হয়ে যেন অভ্যাস দাঁড়িয়েছে। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় অবলম্বন করলেই পেতে পারেন শোন তোর নরম এবং সিল্কি চুল(hair ফল problem)।

চুল গজানোর এমন কিছু বিস্ময়কর চিকিৎসা আছে যা আপনি আপনার রান্নার ঘর থেকেই করতে পারেন। নিত্য ব্যবহার্য্য তেল, ভেষজ এবং এমনকি ফল ও সবজি ব্যবহার করে এই ওষুধ তৈরি করা সম্ভব।

ভারতীয় নারীরা সব ধরনের তরকারিতে ব্যবহার্য একটি পাতা ব্যবহার করেন। ইংরেজিতে এর নাম কারি লিভ। একে বলা হয় কারি পাত্তা।

এটি একটি সুস্বাদু মশলা গাছের নাম। এই গাছের পাতা চুলের যত্নে, বিশেষ করে চুল গজানোর ক্ষেত্রে বিস্ময়কর ফল দেয়।

কিছু কারি পাতার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ নারকেল তেল নিন। এরপর দুটি উপাদান একসঙ্গে সেদ্ধ করুন যতক্ষণ না কালো নির্যাস বের হয়। এরপর ওই কালো নির্যাস তুলে নিয়ে চুলে প্রয়োগ করুন। সপ্তাহে অন্তত একদিন চুলের যত্নে এই নির্যাস ব্যবহার করুন। এতে আপনার চুল পড়া কমবে( hair fall problem), দ্রুত গজানোর পাশাপাশি চুলের রঙও গাঢ় হবে।

 

Image source : Google