হরিদেবপুর এর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতার রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু(Death by electrocution) হল এক কিশোরের। এদিন অর্থাৎ শনিবার সন্ধ্যা বেলা কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি নামে। বৃষ্টির ফলে জমা জলের জেরেই রাজাবাজার এলাকার রাজা রাজনারায়ণ স্ট্রিটে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে মৃতের নাম মহম্মদ ফাইজান। মহম্মদ ফাইজানের বাবা দাবি করেছেন সন্ধ্যেবেলার টিউশন পড়ে ফিরছিল ওই কিশোর। সন্ধ্যেবেলা বৃষ্টির কারণে গলিতে জল জমে ছিল। বিদ্যুৎ খুঁটির কাছে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়(Death by electrocution) সেই কিশোর। মৃত কিশোরের বাবার দাবি ঘটনাটি ঘটার রাস্তায় লুটিয়ে পড়ে কিশোর।

জানা যাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার(Death by electrocution) ঘটনাটি বুঝতে পেরেই স্থানীয়রা কিশোরকে উদ্ধারের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তবে কিশোরটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার সাথে সাথে কিশোরটিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু হাসপাতালেই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীর। পরপর শহরে এরকম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার খবরে পুরসভা এবং সিইএসসি-র নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে শহরবাসির মনে।