রাজ্যে এই মুহূর্তে সংক্রমনের নিরিখে কলকাতার স্থান শীর্ষে। সংক্রমণ ঠেকাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। শনিবার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছেন প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে করোনার বুস্টার টিকা দেবে কলকাতা পুরসভা।
সংক্রমণ ছড়ানো আটকাতে কলকাতা পুরসভা কি পদক্ষেপ গ্রহণ করছে এই প্রশ্নের উত্তরে মেয়র(Firhad Hakim) জানিয়েছেন, ‘আমি কলকাতাবাসীকে অনুরোধ করব, যাতে সকলে কোভিডবিধি মেনে চলেন। আর যেন সকলেই বুস্টার টিকা নেন। যদিও, এখন মিউটেড হতে হতে করোনা আর প্রাণঘাতী নয়। কিন্তু আমাদের সচেতন থাকতেই হবে।’
সাথে তিনি আরো জানান, ‘১৮ বছরের নীচে ও ৬০ বছরের ঊর্ধ্বে আমরা বিনামূল্যে বুস্টার টিকা দিচ্ছি। এ ছাড়াও যাঁরা করোনা-যোদ্ধা, তাঁদেরও আমরা বিনামূল্যেই এই টিকা দিচ্ছি। এ বার কলকাতা পুরসভা ঠিক করেছে, প্রবীণ মানুষদের আমরা বাড়ি বাড়ি গিয়ে বুস্টার টিকা দেব। যাঁরা প্রথম দুটি ডোজ নিয়েছেন, কিন্তু বুস্টার টিকা নেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেই টিকা আমাদের দিতে হবে।’
১৮-৬০ বছর বয়সীদের বুস্টার টিকা নিতে আগ্রহী না হওয়ার কারণ হিসাবে কেন্দ্রের টিকা নীতিকে দায়ী করেছেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। কেন্দ্রীয় সরকারের টিকা নীতির সমালোচনা করে তিনি বলেছেন, ‘সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে যে, ১৮ বছরের নীচে ও ৬০ বছরের ঊর্ধ্বেই আমরা কেবল মাত্র বিনামূল্যে বুস্টার টিকা দিতে পারব। কিন্তু আমরা চেয়েছিলাম, সবাইকে এই টিকা দিতে। কিন্তু কেন্দ্রীয় নীতির কারণেই আমরা তা দিতে পারছি না।’ কেন্দ্রের এই নীতির সমালোচনা করে তিনি আরো বলেন, ‘ঘোষণা করে দেওয়া হল, বেসরকারি ভাবে অর্থ দিয়ে এ বার টিকা নিতে হবে। তাই এমন নীতির কারণে আমাদেরও হাত বাঁধা হয়ে গেল। ইচ্ছে থাকলেও, দেওয়া যাচ্ছে না। তাই আমি স্বাস্থ্য সচিবকে বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে।’