আমরা নিজের সৌন্দর্য বজায় রাখতে কিনা করি।বর্তমান যুগে মানুষ নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এই সমস্ত রাসায়সনিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে সৌন্দর্যচর্চায় ভরসা রাখুন ঘরোয়া উপায়।বিট এমন একটা জিনিস যা আমি রান্নায় ব্যবহার করার সাথে সাথেই ত্বকের যত্ন ব্যবহার করতে পারেন।বিটের মধ্যে রয়েছে এক বিশেষ প্রকারের অ্যান্টি এজিং ফর্মুলা, যা ত্বকের বয়স বাড়তে দেয় না।। আজকে জেনে নিন উজ্জ্বল ত্বক পেতে বিটের ব্যবহার।

 

বিটের(Beet) রস,নারিকেল তেল,অলিভ তেল তিনটি উপাদান একসাথে টুথপিক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিন। ২৪ ঘন্টা পর থেকে ব্যবহার করা শুরু করতে পারবেন। আর বিট লিমবাম ফ্রিজে রাখলে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।(Lip balm)

 

 

ত্বকে আদ্রতা বজায় রাখতে বিটের রসের সঙ্গে দুধ এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ত্বকের মনে বলিরেখা ও দূর হবে ।

 

বিট (Beet)দিয়ে বানানো একটা দারুণ ফেসপ্যাক।বিটের মধ্যে রয়েছে ভিটামিন সি। আর সেই কারণেই বলা হয় যে বিট ত্বকের জন্য খুবই ভালো।বিটের মধ্যে রয়েছে এক বিশেষ প্রকারের অ্যান্টি এজিং ফর্মুলা, যা ত্বকের বয়স বাড়তে দেয় না।বিটের রসে এক এক করে মুলতানি মাটি, লেবুর খোসা গুঁড়ো, কাঁচা দুধ এবং মধু মিশিয়ে পেস্ট বানান এরপর পুরো মুখে কুড়ি থেকে ত্রিশ মিনিট রেখেদিন শুকনো অব্দি তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 

Image source-google