চেতেশ্বর পুজারা ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পরে কাউন্টি খেলতে গিয়েছিলেন। সেখানে ভালো খেলে তিনি ফের দলে জায়গা করে নিয়েছেন। এ বার সেই পথ অবলম্বন করেই কাউন্টি খেলতে যাচ্ছেন আরও এক জন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ভারতীয় এই স্পিনার যোগ দিচ্ছেন ল্যাঙ্কাশায়ারে।
এ বারের আইপিএল চলাকালীন হাতে চোট পেয়েছিলেন ওয়াশিংটন (Washington Sundar)। ফলে বাকি মরসুম খেলতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়েছেন ওয়াশিংটন। এ বার তিনি ভারতীয় দলে ফিরে আসার প্রস্তুতি হিসাবে ল্যাঙ্কাশায়ারে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: Graeme Smith: ডুপ্লেসিকে না পেয়ে তোপ প্রকাশ স্মিথের
সুত্রের খবর, এই প্রসঙ্গ বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, ‘‘ওয়াশিংটন (Washington Sundar) প্রায় সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এখনও ম্যাচ ফিট হতে খেলতে হবে ওকে। তাই ল্যাঙ্কাশায়ার যাচ্ছে ওয়াশিংটন। ওখানে খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা করবে ও।’’