রান পাচ্ছেন তবুও রঞ্জি ট্রফিতে পৃথ্বী শকে (Prithvi Shaw) দেখা যাচ্ছে না কড়া মেজাজে। আক্রমণাত্মক ওপেনিং ব্যাটার পাঁচ ম্যাচে করেছেন তিনটি অর্ধশতরান। নেই কোনও শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলেও জায়গা হয়নি।
পৃথ্বী (Prithvi Shaw) তাঁর আদর্শের মতোই আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন। রানের মধ্যে থেকেও দলে সুযোগ না পাওয়ায় হতাশ তিনি। সুত্রের খবর, মুম্বাইয়ের অধিনায়ক বলেছেন, ‘‘তিনটে অর্ধশতরান করার পরেও আমাকে কেউ অভিনন্দন জানায়নি। মনে হয় এই রানটা আমার জন্য যথেষ্ট নয়। খারাপ তো লাগবেই। মাঝে মাঝে এরকম হয়। আমার দল অবশ্য ভাল খেলছে। আমি খুশি। অধিনায়ক হিসাবে দলের ২১ জন সদস্যের কথাই ভাবতে হয় আমাকে। কেবল নিজের কথা ভাবলে হয় না।’’
আরও পড়ুন: Sunil Gavaskar: গাওস্করের মতে, হর্ষল পটেল হল ভারতের তুরুপের তাস
পাশাপাশি পৃথ্বী (Prithvi Shaw) আরও বলেছেন, ‘‘জীবনের মতো ক্রিকেটেও উত্থান এবং পতন আছে। সব সময় ভাল হয় না। এগুলো কিছু সময়ের ব্যাপার। ব্যাটে-বলে ভাল সংযোগ হচ্ছে। যে কোনও দিন বড় রান পাব। আপাতত আমার লক্ষ্য ফাইনালে দলের ভাল পারফরম্যান্স নিশ্চিত করা। দল ভালই খেলছে। আমরা উপভোগ করছি।’’