দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। কিন্তু সিরিজ় সেরা বেছে নেওয়া হল ভুবনেশ্বর কুমারকে (Bhubneswar kumar)। ভারতীয় মিডিয়াম পেসার জানিয়েছেন, অধিনায়ক ঋষভ পন্থ তাঁকে খুবই সাহায্য করেছেন নিজের মতো বল করতে। দলে আবেশ খান, উমরান মালিকদের মতো পেসাররা রয়েছেন। ভুবি জানিয়ে দিয়েছেন, তরুণ পেসারদের সাহায্য করতে চান তিনি।
সুত্রের খবর, ম্যাচ শেষে ভুবনেশ্বর (Bhubneswar kumar) বলেছেন, ‘‘সিরিজ় সেরার পুরস্কার পেয়ে আমি সত্যি গর্বিত। আগের চেয়ে অনেক বেশি ফিট লাগছে।’’ তিনি যোগ করেন, ‘‘এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। শুধুমাত্র শারীরিক ও মানসিক ভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চাই। এ ভাবেই দেশের জন্য ভাল ফল করে যেতে চাই।’’
আরও পড়ুন: Viswanathan Anand: আনন্দের হাতে দাবা অলিম্পিয়াডের মশাল তুলে দিলেন মোদী
পাশাপাশি ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) আরও বলেন, ‘‘শুরুতে দু’ওভার বল করি। শেষে দু’ওভার। সিনিয়র বোলার হিসেবে দলের তরুণ পেসারদের সাহায্য করা অন্যতম দায়িত্ব আমার। অধিনায়ক আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল নিজের মতো বল করে যাওয়ার। সেই দিক থেকে আমি খুবই ভাগ্যবান।’’