তেল লাগানোর সময় চুলের গোড়াতেই বেশি ম্যাসাজ করা হয়। চুলের বাকি অংশগুলিরও সমানভাবে যত্ন প্রয়োজন সে কথা মনেই থাকে না। আসলে, চুলের সব থেকে স্পর্শকাতর অংশ হল ডগা। ধুলো-ধোঁয়া, সূর্যের তাপ বা বাহ্যিক নানা কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চুলের ডগা। তেল লাগানোর সময় তাই চুলের গোড়ার পাশাপাশি ডগাতেও ভালো করে তেল লাগান।
চিরুনি দিয়ে চুল আঁচড়ে (Comb hair)শোওয়া দরকার৷ এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়৷ চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়। এরপর পুরো চুলে তেল (hair oil)ম্যাসাজ করুন।তাই তেল লাগানোর আগে জট ছাড়িয়ে নিন। ফলে চুলে সুন্দরভাবে তেল লাগাতে পারবেন।
কখনো শ্যাম্পু করার আগে তেল লাগাবেন না এতে তেলের পুষ্টি চুলের স্কাল্প অব্দি ঢুকেনা তাই শ্যাম্পু করার এক ঘন্টা আগে কিংবা আগের দিন রাতে ভালোভাবে মাথার স্ক্যাল্পে লাগবেন।
তেল(hairOil) দেওয়ার পর মাথায় টেনে চুল বাঁধবেন না । এতে উপকারের থেকে ক্ষতি বেশি হয়।তেল দেওয়ার পর চুল কিছুটা দুর্বল ভঙ্গুর অবস্থায় থাকে যার জন্য চুল বেঁধে রাখলে গোড়ায় বেশি টান পড়ে এবং সহজেই চুল উঠে আসতে পারে। তাই তেল দেওয়ার পর চুল বেঁধে না রেখে ছেড়ে রাখুন।
Image source-google