আইপিএলের (IPL) সম্প্রচার স্বত্ব বিক্রি করে এই টাকা পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে রয়েছে নানা পরিকল্পনা। তার মধ্যে একটি হল, মহিলাদের আইপিএল শুরু করে দেওয়া। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতে এই ‘দ্বিতীয়’ আইপিএল শুরু হয়ে যাবে আগামী বছরই।

আরও পড়ুন: KL Rahul: চোট সারাতে কেএল রাহুলকে পাঠানো হচ্ছে জার্মানি

খবর সূত্রে যা জানা যাচ্ছে, ছয় দলকে নিয়ে মহিলাদের প্রথম আইপিএল (IPL) হবে। এর জন্য বোর্ড দু’টি সময় বেছে রেখেছে। একটি মার্চ-এপ্রিল, অন্যটি সেপ্টেম্বর-অক্টোবর। প্রথমটি, অর্থাৎ মার্চ-এপ্রিলেই মহিলাদের আইপিএল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সে ক্ষেত্রে ছেলেদের আইপিএল হবে মে মাসে।

এ বারের আইপিএল (IPL) ফাইনালের দিন আমদাবাদে এই নিয়ে বৈঠক করেন বোর্ড কর্তারা। তাতে জানা যাচ্ছে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বোর্ড কর্তাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছে বিসিসিআই। এ বার আইসিসি-র সঙ্গেও বোর্ড কর্তারা আলোচনায় বসবেন বলে মনে করা হচ্ছে। এমনকি মহিলাদের আইপিএলের জন্যও প্রতি বছর আলাদা সময় রাখার দাবি জানাবেন তাঁরা।