বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখেন বাবুল সুপ্রিয়।এদিন বিধানসভায় কৃষি বিল নিয়ে বলতে ওঠেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।জানা যায় যেই না বাবুলকে গান গাইতে বলেছে তৃণমূল, ওমনি বিজেপির বেঞ্চ থেকে আওয়াজ ওঠে, ‘ওইটা হয়ে যাক ওইটা।’ কোনটা? বাবুল যে গানটি ভোটের সময়ে বিজেপির জন্য গেয়েছিলেন-‘এই তৃণমূল আর না!’
বাবুল অবশ্য গেরুয়া শিবিরের টিপ্পনি এড়িয়ে বক্তৃতা শুরু করেন। আর ঠিক সেই মুহূর্তেই বিজেপির বেঞ্চ থেকে ফের জয়শ্রীরাম ধ্বনি ভেসে আসে। তখন বাবুল প্রাক্তন দলের বিধায়কদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমায় এখনও মনে রাখছেন, ভেবে ভাল লাগছে।’
তবে এদিন বাবুলের বক্তৃতার শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ করেন, সবাই যখন বলছেন, একটা গান শোনান। তারপর বাবুল রবীন্দ্রনাথের গান ধরেন- ‘আমার মন বলে চাই চাই চাই গো, যারে নাহি পাই গো।’ এই গানের কথাগুলিও তাত্পর্যপূর্ণ। এর পরের লাইনেই বাবুল গাইলেন, ‘সকল পাওয়ার মাজে আমার মনে বেদন বাজে, নাই নাই নাই গো, আমার মন বলে চাই চাই চাই গো.!’প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় শিল্পী বাবুলের নাম অনেকদিনই। গতবছর জাগো বাংলার পুজো সংকলনের সময় বাবুলকে মঞ্চে ডেকে নিয়েছিলেন গান গাওয়ার জন্য। আজ বিধানসভাতেও গান গেয়ে পরিবেশে অন্য মাত্রা যোগ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।
আরো পড়ুন:Mamata Banerjee:দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে মমতা,উদ্বোধন করলেন লাইট অ্যান্ড সাউন্ড শো!