এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন রিষভ পান্থ (Rishabh Pant)। তবে আইপিএলে তিনি আশানুরূপ খেলা দেখাতে পারেননি। আইপিএলের পর এবার ভারতীয় দলের নেতা হিসেবেও ক্রিকেটপ্রেমীদের মন জিততে পারেননি তিনি। তাঁর নেতৃত্ব নিয়ে চতুর্দিকে সমালোচনা। তবে এরই মধ্যে ব্যতিক্রম এক জন। তিনি হলেন বিপক্ষ অধিনায়ক তেম্বা বাভুমা।

সুত্রের খবর, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা মনে করছেন, ঋষভের (Rishabh Pant) তোখোড় অধিনায়কত্বের জন্যই তাঁদের মঙ্গলবার হারতে হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের কারণ হিসেবে বাভুমা বলেছেন, ‘‘পন্থ তাড়াতাড়ি স্পিনারদের আক্রমণে নিয়ে আসে। সেটাই দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে।’’ মেনে নিয়েছেন এই জায়গায় তিনি পিছিয়ে থেকেছেন, ‘‘আমি স্পিনারদের দেরিতে আক্রমণে এনেছি। ফলে তেমন সুযোগ নিতে পারিনি।’’

আরও পড়ুন: Arun Lal: টস হারাই কাল হল বলে অভিমত অরুন লালের

পাশাপাশি বাভুমা আরও বলেছেন, ‘‘ভারতের স্পিনাররা আমাদের চাপে রেখেছিল। কিন্তু আমরা প্রথম দুটো ম্যাচের মতো পাল্টা চাপ তৈরি করতে পারিনি। উইকেটের সাহায্য পেয়েছে ওদের স্পিনাররা। ওদের কৃতিত্ব দেওয়া উচিত। বেশ ভাল বল করছিল ওরা।’’