এই বছর মোহনবাগান (Mohun Bagan) মাঠেও হবে বইমেলা। মোহনবাগান দিবসের পরেই ক্লাবে হবে এই ক্রীড়া বইমেলা। ক্লাব তাঁবুতে তৈরি করা হবে ক্রীড়া লাইব্রেরি। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত খোদ এ কথা জানিয়েছেন। বুধবার কর্মসমিতির বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

সুত্রের খবর, ওইদিন বৈঠকের পরে দেবাশিস বলেন, ‘‘এই বছর মোহনবাগান (Mohun Bagan) দিবসের পরে ক্লাবের মাঠে ক্রীড়া বইমেলা হবে। প্রথম বছর ক্লাবের মাঠেই মেলা হবে। যদি জায়গার সমস্যা হয় তা হলে পরের বছর থেকে অন্য কোথাও বইমেলা করার কথা ভাবা হবে।’’ ২৯ জুলাই মোহনবাগান দিবস। আর তার পরেই ক্লাব কর্তারা বইমেলা আয়োজনের কথা ভাবছেন।

আরও পড়ুন: U17 World Cup: বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে বাদ যুবভারতী!

পাশাপাশি দেবাশিস আরও বলেন, ‘‘ক্লাব তাঁবুতে ক্রীড়া লাইব্রেরি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম এই ধরনের কোনও লাইব্রেরি তৈরি করা হবে। বিশ্বে ক্রীড়া বিষয়ক যত বই রয়েছে সেগুলো লাইব্রেরিতে রাখার চেষ্টা করব। শুধু মোহনবাগানের (Mohun Bagan) সদস্য নন, সাধারণ মানুষও সেই লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।’’