কটকের মাঠে ফের হার ভারতের। সেখানে দর্শক এসেছিলেন ভারতের জয় দেখতে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘণ্টা বাজিয়ে ম্যাচের শুরু ঘোষণা করেন। উপস্থিত ছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সকলেই এসেছিলেন ভারতের জয় দেখতে। কিন্তু কালকে শেষ হাসি হাসল না ভারতীয় দল।।
সুত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেটে হারের পর স্পিনারদের কাঁধে দোষ চাপালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পন্থ বলেন, ‘‘আমাদের ১০-১৫ রান কম হয়েছিল। ভুবনেশ্বর কুমার এবং বাকি পেসাররা প্রথম সাত-আট ওভার ভাল বল করেছে। তার পরেই সব খেই হারিয়ে গেল।’’
আরও পড়ুন: Roger Federer: কোর্টে ফেরার লক্ষ্যে রজার ফেডেরার
যুজবেন্দ্র চহাল চার ওভারে দেন ৪৯ রান। নেন কেবল একটি উইকেট। অক্ষর পটেল এক ওভারে ১৯ রান দেওয়ার পর তাঁকে আর বলই করাতে পারলেন না পন্থ (Rishabh Pant)। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাদের উইকেট দরকার ছিল মাঝের ওভারে। সেটাই নিতে পারলাম না। তেম্বা বাভুমা এবং হেনরিক ক্লাসেন খুব ভাল ব্যাট করেছে। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। আশা করি পরের ম্যাচে উন্নতি হবে। পরের তিনটি ম্যাচই আমাদের জিততে হবে।’’