ঋষভ পন্থের (Rishabh Pant) শুরুটা অধিনায়ক হিসেবে খুব একটা ভালো হল না। প্রথম দু’টি ম্যাচই হারল ভারতীয় দল। রবিবার কটকে দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জিতল। সিরিজ়েও এগিয়ে গেল ২-০। ভারতকে এই সিরিজ় জিততে গেলে শেষ তিনটি ম্যাচই জিততে হবে।
সুত্রের খবর, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পন্থ (Rishabh Pant) বলেছেন, ‘‘আমরা ১০-১৫ রান কম করেছি। ভুবনেশ্বর ভাল বল করলেও বাকিরা ওকে ঠিক মতো সহায়তা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ দশ ওভারে আরও উইকেট তোলা উচিত ছিল। আমরা সেটা পারিনি।’’
আরও পড়ুন: IPL Media Rights: আইপিএল মিডিয়া স্বত্ব নিলামে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
পাশাপাশি পন্থ (Rishabh Pant) আরও বলেন, ‘‘ক্লাসেন ও বাভুমার জুটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। শুরুতেই তিন উইকেট হারানোর পরে আমাদেরও চাপ বাড়ানো উচিত ছিল। যাই হোক, কিছু করার নেই। আগামী ম্যাচে আরও ভাল খেলার চেষ্টা করব। শেষ তিন ম্যাচই জেতার চ্যালেঞ্জ নিতে হবে।’’