ইসলামিক দুনিয়ায় বিপাকে (India) ভারত, চলছে পণ্য বয়কট
বিজেপির দুই মুখপাত্র মুসলিম সম্প্রদায়ের নবী হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ফলে ইসলামিক দুনিয়ায় চরম বিপাকে ভারত।
কাতার, কুয়েত, ইরান প্রভৃতি দেশ সে দেশে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে মহম্মদ সম্পর্কে মন্তব্যের তীব্র নিন্দা করেছে।
এমনকি এসব দেশগুলি ভারতের (India) পণ্য বয়কট করারও ডাক দিয়েছে। এর পাশাপাশি ওই সব দেশে কর্মরত ভারতীয়দের কাজ থেকে বহিস্কারও করতে পারে।
তবে ইতিমধ্যেই কাতার ভারত সরকারকে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছে।
তবে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নুপুর শর্মা কোন সরকারি সংস্থার সাথে যুক্ত নয় তাই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
তবে আরব দেশ গুলি ভারতীয় পণ্য বয়কট করলে আখেরে লস হবে আরব দেশগুলোর ।
কারণ ভারত সারাবিশ্বের তৃতীয় সর্ববৃহত্ পেট্রোপণ্য কেতা। আর আরব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে পেট্রোপণ্য ক্রয় করে থাকে ভারত।
কিন্তু ভারতীয় পণ্য যদি আরব দেশগুলির বয়কট করে তাহলে ভারত আরব দেশগুলো থেকে পেট্রোপণ্য ক্রয় করা বন্ধ করবে যার ফলে আর্থিক ভাবে ক্ষতি হবে আরব দেশগুলোর।
কারণ আরব দেশগুলোর কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকায় তারা ভারতের থেকে পণ্য ক্রয় না করে ইউরোপের বিভিন্ন দামি পণ্য ক্রয় করে।
আরব দেশগুলির বেশিবার পণ্যই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে। যার ফলে আরব দেশের মার্কেট চলে গেলেও ভারতের তেমন ক্ষতি হবে না।
কিন্তু ভারতের মার্কেট বন্ধ করলে আরব দেশগুলির প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে। কারণ তাদের প্রধান উপার্জন হচ্ছে পেট্রোপণ্য।