পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)। শোয়েব আখতার সচিন তেন্ডুলকরকে আহত করে মাঠ থেকে বের করে দিতে চেয়েছিলেন, আউট করে নয়। একটি সাক্ষাৎকারে ২০০৬ সালের ভারত-পাকিস্তান সিরিজের কথা বলেছেন শোয়েব। করাচিতে তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল দু’দেশ। সেই ম্যাচের কথা বলতে গিয়েই নিজের খুনে মেজাজের কথা বলেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
সুত্রের খবর, শোয়েব (Shoaib Akhtar) এ বিষয়ে বলেছেন, ‘‘এটা আগে কখনও বলিনি। করাচি টেস্টে আমার লক্ষ্যই ছিল সচিনকে আহত করা। যে কোনও মূল্যে ওকে আঘাত করার ব্যাপারে বদ্ধপরিকরি ছিলাম।’’
আরও পড়ুন: Rafael Nadal: খেতাব নয়, রাফায়েল চান বাঁ পা
পাশাপাশি শোয়েব (Shoaib Akhtar) আরও বলেছেন, ‘‘সেই ম্যাচে ইনজামাম উল হক আমাকে বার বার বলেছিল উইকেটে বল রাখতে। কিন্তু আমি সচিনকেই আঘাত করতে চাইছিলাম। একটা বাউন্সার ওর হেলমেটে লাগার পর মনে হয়েছিল, কাজ হয়ে গিয়েছে। কিন্তু পরে ভিডিয়ো দেখে বুঝেছিলাম সচিন ঠিক মাথা বাঁচিয়ে নিয়েছিল।’’