ফরাসি ওপেনে ফের জিতলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ১৪ বার ফরাসি ওপেন জিতলেন তিনি। ফাইনালে দর্শকদের সর্বক্ষণ তাঁর নামে জয়ধ্বনি। ম্যাচ জুড়ে নাদালের হুঙ্কার চলল। ফাইনাল জেতা পর্যন্ত লাল সুরকির কোর্টে রাজত্ব করলেন তিনি।
২৩ বছরের রুদ এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলছিলেন। তাঁর দেশ নরওয়ের কোনও টেনিস খেলোয়াড়ের এমন কীর্তি নেই। তাঁর বাবা ক্রিশ্চিয়ান রুদ ছিলেন নরওয়ের সেরা খেলোয়াড়। তবে ইতিমধ্যেই বাবাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। কিন্তু যাঁকে দেখে তাঁর টেনিস খেলা শুরু, সেই নাদালের (Rafael Naldal) বিরুদ্ধেই খেললেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
আরও পড়ুন: Joe Root: লর্ডসে শতরান করলেন জো রুট
রুদ প্রথম সেটে নাদালকে(Rafael Nadal) বেসলাইনে রাখতে চাইছিলেন। কিন্তু নাদালের ফোরহ্যান্ডের দাপট সামলাতে পারছিলেন না তিনি। শেষে মাত্র ৫২ মিনিটে ৬-৩ ব্যবধানে সেট জিতে নেন নাদাল।