টানা ৩২ মাস। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন। অর্থাৎ মাঝের এই সময়ে বিশ্ব দাবার ক্রমতালিকায় প্রথম দশের বাইরে বেরিয়ে গিয়েছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। ২ জুন ফের প্রথম দশে ফিরলেন তিনি। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভেসেলিন টোপালভকে হারিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি।

দিন চারেক আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে সুপার ব্রিৎজ দাবায় হারিয়েছিলেন আনন্দ (Viswanathan Anand)। এরপরে নামেন নরওয়ে দাবা প্রতিযোগিতায়। সেখানে আনন্দ, টোপালভকে হারিয়ে ৪.৭ পয়েন্ট পান। তাঁর পয়েন্ট বেড়ে হয় ২৭৬০.৭০। ফলে ক্রমতালিকায় ছ’ধাপ উঠে নবম স্থানে চলে আসেন তিনি।

আরও পড়ুন: Shane Bond: সচিন-পুত্র অর্জুনকে নিয়ে কি বললেন শেন বন্ড

আনন্দের জয়ে খুশি ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সুত্রের খবর, এক সংবাদমাধ্যমকে দিব্যেন্দু বলেন, ‘‘আনন্দ প্রমাণ করে দিল বয়স কেবলই একটা সংখ্যা। প্রতিভা, মনের জোর আর পরিশ্রম করার ক্ষমতা থাকলে সাফল্য আসবেই। এই বয়সে ও যে ভাবে খেলছে সেটা তরুণদের শেখা উচিত। আনন্দকে কেন দাবার কিংবদন্তি বলা হয় সেটা আরও এক বার ও দেখিয়ে দিল।’’