বিরাট কোহলী এবারের আইপিএলে তেমন ছন্দে ছিলেন না। তবে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) মনে করছেন ইংল্যান্ড সফরেই রানে ফিরতে পারেন কোহলী। যদিও আইপিএলে হার্দিক পাণ্ড্যকে দেখে উচ্ছ্বসিত নন তিনি।
আজহারের (Mohammed Azharuddin) মতে বিশ্বের সব ক্রিকেটারই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। এটা স্বাভাবিক। সুত্রের খবর, তিনি বলেছেন, ‘‘আসলে ৫০ রান করলেও মনে হয় কোহলী ব্যর্থ। এটা ঠিক, ও এক বছর তেমন রান পাচ্ছে না। বিশ্বসেরাদের জীবনেও খারাপ সময় এসেছে। কোহলীকে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে। ওর একটু বিশ্রাম প্রয়োজন। আশা করছি ইংল্যান্ডেই কোহলী রান পাবে।’’
আরও পড়ুন: Subrata Bhattacharya: গুরুতর হৃদরোগে আক্রান্ত কলকাতা ময়দানের ফুটবল কোচ
পাশাপাশি আজহারউদ্দিন (Mohammed Azharuddin) বলেছেন, ‘‘কোহলীর টেকনিকে কোনও সমস্যা নেই। অনেক সময় একটু ভাগ্যের দরকার হয়। একটা ভাল ইনিংস খেললে বা শতরান পেলেই চেনা মেজাজে ফিরবে কোহলী। আত্মবিশ্বাস পাবে। আগ্রাসী ব্যাটিং দেখা যাবে।’’