কয়েকদিন আগে অব্দি কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন প্রশান্ত কিশোর। এখন সেই নানান জল্পনার ইতি টানলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে (PK) নিজেই।
কংগ্রেসের প্রসঙ্গ উঠতেই এবার রীতিমতো হাতজোড় করে প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, কখনওই কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না। কারণ তাঁর দাবি, কংগ্রেস নিজেও ডুববেও, অন্যদেরও ডোবাবে। পিকের (PK) কথায়, ‘আমি ২০১৪ সালের লোকসভায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম।এরপর ২০১৫ সালে জেডি-ইউ, ২০১৭ সালে পাঞ্জাব, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, ২০২০ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ও ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। ২০১১ থেকে ২০২১ অবধি ১১টি নির্বাচনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এর মধ্যে কেবল একটাতেই হেরেছি। ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে। সেই থেকেই আমি সিদ্ধান্ত নিই ওদের সঙ্গে কাজ করব না। কারণ তাহলে আমার ট্র্যাক রেকর্ডই খারাপ হবে। এখন যা কংগ্রেসের অবস্থা, তা অনেকটাই এরকম যে, নিজে তো শোধরাব না, উল্টে আমাদেরও নিয়ে ডুববে। ওদের কোনও উন্নতি নেই। আর তাই আমি কংগ্রেসের সঙ্গে আর কখনওই কাজ করব না।’
ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোর একটি গ্রামে আছেন। তাঁর চারপাশে অন্য লোকজন বসে আছেন।সেখানেই সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করতে শোনা যায় তাকে।উল্লেখ্য, এর আগে তিনি উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরকে ‘ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছিলেন। গুজরাট ও হিমাচলপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের কিছুই হবে না বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।
আরো পড়ুন:Financial crisis : কেন্দ্রের থেকে ছয় হাজার কোটি টাকা পেল রাজ্য