রাজ্য সরকার থেকে শুরু করে যেকোনো বিষয়ে সবসময় চর্চা করার শিরোনামে থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।এমন অবস্থায় মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।আর তারপরই বুধবার তাঁর প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন দিলীপ আছেন দিলীপই।

 

ইকোপার্কে ঠিক সকাল সাড়ে পাঁচটায় এন্ট্রি। বেরিয়ে প্রতিদিনের মতো বুধবারও ফুরফুরে মেজাজে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি।

 

দল ‘সেন্সর’ করা সত্ত্বেও, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বুধবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে হাজির হন। তিনি এখনও দাবী করেন যে দলের পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি। যদিও একটি চিঠি সংবাদমাধ্যমে দেখানো হয়েছে,এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

 

দলীয় কর্মীদের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না দল বিড়ম্বনায় পড়ছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ”আমি জানি না এ ধরনের চিঠি মিডিয়াতে কী করে আসে। এটা মিডিয়ার ব্যাপার না। সংগঠনের ব্যাপার। চিন্তার ব্যাপার আছে এর মধ্যে, আমার কিছু করার নেই। যারা এ ধরনের খবর প্রচার করছেন, তারা উত্তর দিতে পারবেন। আমি এখনও চিঠি পাইনি। এটা পার্টির ব্যাপার, যারা চিঠি লিখেছেন তারা জানেন। মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কিনা জানিনা ।

 

আটটা রাজ্যের দায়িত্ব পেলেন, তারপরে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার! দিলীপের জবাব, ”যারা আমাকে দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন, সত্যি সত্যি তারা চিঠি লিখেছেন তো? আপনারা জানেন এর আগে একাধিক চিঠি ভাইরাল হয়েছে। মিডিয়াতে আপনারা দেখেছেন অনেকে। আবার আমাকে বিস্তারিত বলতে হয়েছে। প্রেসিডেন্ট পাল্টে যাচ্ছিল, চিঠিতে এ ধরনের ঘটনা ঘটেছে।”

 

 

আরো পড়ুন:Dilip Ghosh : জেপি নাড্ডার নির্দেশে সেন্সর করা হল দিলীপ ঘোষকে