বীরভূমে ফের বিজেপিতে বড়সর ভাঙন।আবারও দলভারী করল তৃণমূল।মূলত নানুরের (Nanoor) সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দল বদলেছেন সঞ্জীব গাঁতাইত নামে স্থানীয় এক বুথ সভাপতিও। রবিবার নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির হাত ধরে এই দলবদল হল।

 

পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বুথে বুথে সংগঠন বাড়ানোর ওপর জোর দিচ্ছে নেতৃত্ব। কিন্তু, তারমধ্যেই বীরভূমে ফের ভাঙন ধরল গেরুয়া ব্রিগেডে। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকায় বিজেপির ২৫০ জন যোগ দিলেন তৃণমূলে।

 

ঘাসফুল শিবিরে যোগ দিয়েই, স্থানীয় বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেছেন দলত্যাগী বুথ সভাপতি। সর্পলেহনা আলবাঁধা বিজেপির দলত্যাগী বুথ সভাপতি সঞ্জীব গাঁতাইতের কথায়, বুথে জয়ের পরেও বিজেপি নেতৃত্বকে পাশে পাইনি, তৃণমূলের উন্নয়ন দেখে এই সিদ্ধান্ত নিলাম।

 

একুশের বিধানসভা ভোটে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও, সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১টি বুথের মধ্যে ৯টি তেই জয়ী হয়েছিল বিজেপি। এক বছর পর সেখানেই পদ্ম শিবিরে ভাঙন ধরাল বঙ্গের শাসক দল।

 

আরো পড়ুন:Arjun Singh : তৃণমূলে যোগদান করলেন অর্জুন সিং