কয়লা পাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা এড়ালেন এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) সিবিআই দপ্তরে ইমেল মারফত জানান, কিছু রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম থাকার জন্য আগামী ১৫ দিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না।

 

তবে শওকতের আইনজীবী আজ নিজাম প্যালেসের সিবিআই-এর দপ্তরে যাবেন সকাল ১১টায়।সেখানে গিয়ে বিধায়ক কেন হাজিরা দিলেন না, সে কারণ জানাবেন। জানা গিয়েছে, প্রশাসনিক এবং রাজনৈতিক কাজ রয়েছে। এই কারণ জানিয়েই আজ হাজিরা থেকে অনুপস্থিত ক্যানিং পূর্বের বিধায়ক। বৃহস্পতিবার রাতে সেই কথা জানিয়ে মেল করেছেন তিনি।

 

উল্লেখ্য শওকত মোল্লা (Saokat Molla) দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এবার তাঁকেই কয়লা কাণ্ডে তলব করেছে সিবিআই। কোটি-কোটি টাকার কয়লা পাচারকাণ্ডে একাধিক প্রভাবশালীর সরাসরি যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই।

 

আরো পড়ুন:Saokat Molla:কয়লা কাণ্ডে বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই