হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) দল ছাড়ছেন কিনা জিজ্ঞাসা করা হয়। আর তাতেই তিনি মেজাজ হারান।
এমনকী কর্মীদের উপর চিত্কার করে ওঠেন। শুক্রবার বর্ধমানে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে মেজাজ হারান তিনি।
ঠিক কী প্রশ্ন করা হয়েছিল? এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি নেতা-কর্মীরা জিজ্ঞাসা করে বসেন, ‘আপনি দলে থাকছেন তো?
আপনার নামও নাকি যাওয়ার তালিকায় রয়েছে?’ এমনই অপ্রিয় প্রশ্নের মুখে পড়ে বিজেপির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় মেজাজ হারান।
তিনি প্রশ্নকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাআর কী বলেছেন লকেট? এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে লকেট (Locket Chatterjee) বলেন, ‘আমাদের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে।
২০১৯ সালে যাঁরা লোকসভা নির্বাচনে জিতিয়েছিলেন, তাঁরা কেউ দল ছেড়ে যাননি।
যাঁরা নিজেদের আখের গোছাতে পার্টিতে এসেছেন, তাঁরা চলে যেতে পারেন। তাঁরা চলে গেলে দলটা ফিল্টার হবে।’
এই বৈঠক চলাকালীন কয়েকজন নেতা তাঁর দিকে দলবদল নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন। হঠাত্ এমন প্রশ্নে বিজেপি নেত্রী প্রথমে কিছুটা হকচকিয়ে যান।
পরে অবশ্য তিনি কড়া মেজাজেই প্রশ্নের জবাব দিয়েছেন। তারপরেও অনেকেই তাঁকে নিয়ে নিশ্চিত হতে পারেননি।
এক নেতা বলেন, ‘অর্জুন সিংও অনেক বড় বড় কথা বলেছিলেন। তারপরে কী হয়েছে আমরা সবাই দেখেছি।’রা চুপ করুন।
কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না। আমি যাচ্ছি, এরকম কোনও ইঙ্গিত আপনারা পেয়েছেন নাকি?’ চিত্কার করে ওঠেন তিনি।