ভারতের অন্যতম সেরা শুটার মনু ভাকের (Manu Bhaker)। ভারতের উচিত কমনওয়েলথ গেমস বয়কট করা। এমনটাই দাবী মনু ভাকেরের। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের ক্রীড়া তালিকায় রাখা হয়নি শুটিং, কুস্তি এবং তিরন্দাজি। সে কারণেই গেমস বয়কটের কথা বলেছেন তিনি। ২০২২ সালের গেমসেও নেই শুটিং।

সুত্রের খবর, কমনওয়েলথ গেমসে যে খেলাগুলি থেকে ভারতীয়রা প্রচুর পদক জেতেন তার মধ্যে তিন খেলাই অস্ট্রেলিয়ার গেমসে থাকবে না। ২০০২ সালের ম্যাঞ্চেস্টার গেমস থেকেই ভারতের পদক তালিকাকে সমৃদ্ধ করেছে শুটিং। সেই শুটিংই ২০২৬-এর গেমসের প্রাথমিক তালিকাতেও না থাকায় ক্ষুব্ধ ভাকের (Manu Bhaker)।

আরও পড়ুন : Sourav Ganguly: ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জানালেন সৌরভ

বিশ্বকাপে ন’টি সোনা জেতা ভাকের (Manu Bhaker) বলেছেন, ‘‘আমার মতে ভারতীয় দলের উচিত গেমস বয়কট করে কড়া বার্তা দেওয়া। শুটিংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। মনে হচ্ছে আমাদের যেন দয়া করতে চাইছে ওরা।’’ তিনি আরও বলেছেন, ‘‘এ বছরের কমনওয়েলথ গেমসে শুটিং রাখা হয়নি। এখন মনে হচ্ছে এটা নিয়ে আমাদের ভাবা দরকার। কারণ এটা আর শুধু একটা গেমসের বিষয় নয়।’’