ইস্টবেঙ্গল ভারতের ফুটবলের অন্যতম পুরোনো ক্লাব। ঐতিহ্যবাহী সেই ক্লাবের সঙ্গে এবার যুক্ত হতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের বহু পুরোনো ক্লাবের সাথে হাত মেলাতে পারে বাংলার লাল-হলুদ। দুই দলের মধ্যে যে কথা হচ্ছে তা নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

দুই দলের মধ্যে মদ্ধস্ততা হতে পারে সৌরভের (Sourav Ganguly) হাত ধরেই। সুত্রের খবর, মঙ্গলবার সৌরভ এ বিষয়ে বললেন, “হ্যাঁ কথা হচ্ছে। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, আরও অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তবে এই সব কিছু নিয়ে এখনই বলার মতো কিছু হয়নি। আগামী ১০-১২ দিনের মধ্যে জানা যেতে পারে কী হতে চলেছে।”

আরও পড়ুন: Eden: নতুন সাজে ইডেন, প্রস্তুত আইপিএলের জন্য

ইস্টবেঙ্গল এর আগে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেই চুক্তি হয়নি। আর হওয়ার সম্ভাবনাও প্রায় নেই। সৌরভ (Sourav Ganguly) আরও বলেন, “ওরা মালিক হিসাবেই ক্লাবে আসতে পারে।” তবে সৌরভ এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি।