এখন আন্তর্জাতিক মঞ্চে শাসন চলছে ভারতীয় (India) ক্রীড়াবিদদের। গত রবিবার ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়ে টমাস কাপ ব্যাডমিন্টনে প্রথম বার ভারত চ্যাম্পিয়ন হয়েছে।
আর সেই ধারাকে অব্যাহত রেখে দ্বিতীয় চমক দিয়েছিলেন নিখাত জ়ারিন। তেলঙ্গানার ২৫ বছরের মহিলা বক্সার ইস্তানবুল থেকে ছিনিয়ে আনেন বিশ্ব বক্সিংয়ের সেরার শিরোপা। এ বার শিরোনামে উঠে এলেন ভারতীয় (India) তিরন্দাজরাও। শনিবার তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে কম্পাউন্ড বিভাগে একটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেল ভারতীয় দল।
আরও পড়ুন: MS Dhoni: পরের বছর নতুন উদ্যমে দেখা যাবে চেন্নাইকে, জানালেন ধোনি
সুত্রের খবর, চতুর্থ বাছাই অভিষেক বর্মা, আমন সাইনি এবং রজত চৌহান প্রথমে পিছিয়ে গিয়েও ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পান। ফল ২৩২-২৩০। এ ছাড়া ব্যক্তিগত বিভাগে মোহন ভরদ্বাজ বিশ্বচ্যাম্পিয়ন নিকো উইয়েনারকে হারিয়ে রুপো জিতেছেন। পাশাপাশি অভিষেক দ্বিতীয় পদক পান মিক্সড টিম বিভাগেঅভনীত কৌরের সঙ্গে জুটিতে। যা সাম্প্রতিক সময়ে ভারতীয় (India) তিরন্দাজিতে অন্যতম সেরা সাফল্য। শনিবার ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে পদক জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েন অভিষেকও।