গতকালের আইপিএল (IPL 2022) ম্যাচটি অনুষ্ঠিত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটে নেমে দিল্লি ক্যাপিটাল (Delhi Capital) 20 ওভারে 7 উইকেটে 159 রান করে।
দিল্লি ক্যাপিটালস ব্যাটিং ইনিংসের শুরু একটু স্লো স্টার্ট হয় এক দিকে পৃথিবি শাউ (Prithvi Shaw) 23 বলে 24 রান করে ব্যাটিং লাইনআপ কিছুতো ধরার চেষ্টা করেন কিন্তু অন্যদিকে ডেভিড ওয়ার্নার (Devid Warner) ও মিচেল মার্শ (Mitchell Marsh) এর গুরুত্বপূর্ণ দুটি উইকেট পড়ে যাওয়ার ফলে পাওয়ার প্লে তে মাত্র 36 রান পর্যন্ত করতে পারে টিম। এরপর রহমান পাভেল 34 বল 43 রান করে টিমের নামে 159 রান স্কোরবোর্ড দাখিল করে।
160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)পাওয়ার প্লেতে 13 বলে 3 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে ইসান কিষণ (Ishan kishan)35 বলে 48 রান করে টিমকে লক্ষ্যমাত্রা দিকে এগিয়ে নিয়ে যায়। শেষের টিম ডেভিডের 11 বলে 34 রানের অসাধারণ পারফরম্যান্স টিমটি লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আজকের ম্যাচে জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) মাত্র 25 রান দিয়ে 3 টি উইকেট নিজের নামে করেন।
আজকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের জয় লাভের ফলে প্লে-অফে ডাইরেক্ট এন্ট্রি পায় বিরাট কোহলি (Virat Kohli) রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।আগামী 25 তারিখ লখনউ (LSG) এর বিরুদ্ধে প্লে অফের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্যাঙ্গালোর (RCB)। খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম (Eden gardens)।
আরও পড়ুন : Kangana Ranaut: হলিউডে আত্মপ্রকাশের বিষয় কি বললেন অভিনেত্রী