দেশের সুপ্রিমকোর্ট (Supreme Court) ৩১ বছর পর মুক্তি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যা মামলার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের একজন এজি পেরারিভালানকে।
এক প্রতিবেদনে বলা হয়েছে,রাজিব গান্ধী হত্যার অপর আসামি নলিনী
শ্রীহরণ ও তার স্বামী মুরুগান, একজন শ্রীলংকার নাগরিকসহ বাকি ছয় অভিযুক্তের মুক্তির পথ প্রশস্ত হয়েছে সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তে।
১৯ বছর বয়সি পেরারিভালানের বিরুদ্ধে ৯ ভোল্টের দুটি ব্যাটারি সিভারাসনের জন্য কেনার অভিযোগ আনা হয়েছিল রাজিব গান্ধী হত্যার সময়।
রাজিব গান্ধী হত্যার পরিকল্পনাকারী ও শ্রীলংকার তামিল বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগার অফ তামিল ইলমের সদস্য ছিলেন সিভারাসন।
রাজিব গান্ধী হত্যার জন্য বোমায় ব্যবহার করা হয়েছিল পেরারিভালানের কেনা ব্যাটারি দুটি।
রাজিব গান্ধীকে লক্ষ্য করে ধানু নামে এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান ১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনি সভায় যোগ দিতে গেলে।রাজিব গান্ধীর মৃত্যু হয় সে হামলায়।