আইপিএলের ধাঁচে টি-২০ প্রতিযোগিতা শুরু হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। আর সেখানে খেলার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে বিরাট কোহলীকে (Virat Kohli)। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। সংশ্লিষ্ট প্রতিযোগিতার ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করছেন রশিদ।

সুত্রের খবর, এক সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘‘আমাদের উচিত কোহলীকে (Virat Kohli) আমন্ত্রণ জানানো। ও আসবে কি না সেটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। আমি তো বিসিসিআইকে আমন্ত্রণ জানানোরও প্রস্তাব দিয়েছি। আমন্ত্রণ জানানো হবে পাকিস্তান সুপার লিগের কর্তাদেরও।’’

আরও পড়ুন: Abhinav Shaw: বিশ্ব জুনিয়র শুটিংয়ে রুপো জিতল আসানসোলের অভিনব

পাশাপাশি রসিদ আরও বলেন, ‘‘সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান প্রার্থনা করেছে যাতে কোহলী (Virat Kohli) দ্রুত রানে ফেরে। আমরা একটাই বার্তা দিতে চাই, খেলা সব কিছুর ঊর্ধ্বে। তাই কোহলীকে চিঠি লেখার পরিকল্পনা করা হয়েছে। খেলোয়াড় নয়, প্রধান অতিথি হিসাবেও কোহলী আসতে পারে। আমরা চাইছি দু’দেশের মানুষকে এক জায়গায় এনে সম্প্রীতির বার্তা দিতে।’’