চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। দু’দিন আগে হঠাৎ করেই অবসরের কথা জানিয়ে দেন তিনি। জানিয়ে দেন, এই মরসুমের পরে আর আইপিএল খেলবেন না তিনি। যদিও তিনি তার ১৫ মিনিট পরেই সেই টুইট মুছে ফেলেন। আর এই ঘটনায় শুরু হয় তীব্র বিতর্ক। এ বার এই বিষয়ে মুখ খুললেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।

সুত্রের খবর, রায়ডুর (Ambati Rayudu) অবসরের প্রসঙ্গে ফ্লেমিং বলেন, ‘‘আমি হতাশ হইনি। কিন্তু সত্যি কথা বলতে, এই ঘোষণা আমার কাছে বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। যদিও তার ফলে দলের ভিতরে কোনও সমস্যা হয়নি। কারণ এটা খেলার বাইরের একটি বিষয়।’’

আরও পড়ুন: Yuzvendra Chahal: কোহলীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন চহাল!

রায়ডু (Ambati Rayudu), গত শনিবারই টুইট করে তাঁর নিজের অবসরের কথা জানান। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’