কাঁকুড়গাছিতে বিজেপি (BJP) কর্মী অভিজিত্ সরকারের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল এবং কাউন্সিলর স্বপন সমাদ্দারকে তলব করল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, আগামিকাল ১৭ মে এই দুজনকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার জেরে ২০২১ বিধানসভা ভোটের পর ২ মে কাঁকুড়গাছির বিজেপি (BJP) কর্মী অভিজিত্ সরকার খুন হন। তারপরই অভিজিত্ সরকারের পরিবার সুবিচার পেতে উচ্চ আদালতের দারস্থ হয়। সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। এরপর সেই তদন্তভার গিয়ে পড়ে সিবিআইয়ের উপর।
প্রসঙ্গত, গত শনিবার পরেশ পালকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন মৃত অভিজিত্ সরকারের দাদা বিশ্বজিত্ সরকার। সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নায় বসেছিলেন তিনি। পরেশ পাল ছাড়াও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন তিনি। সেই উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্সের বাইরে ধর্না চলে। তাঁর আরও অভিযোগ, বিধানসভা ভোটের প্রচারে বক্তৃতা রাখার সময় হামলা ও খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন পরেশ পাল। এরপরই এদিন সিবিআই নোটিস পাঠালো বিধায়ক পরেশ পালকে। আগামী বুধবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:Dilip Ghosh:’অমাবস্যার চাঁদের মতো গায়েব’ হটাৎ কোন প্রসঙ্গে এমন মন্তব্য দিলীপের