আইপিএলের এই মরসুমে আগুনের গতিতে বল করছেন উমরান মালিক। প্রতিদিন ভাঙছেন নিজেরই রেকর্ড। এ বারের প্রতিযোগিতার সব থেকে দ্রুত গতির (প্রতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার) বলটিও করেছেন তিনিই। কিন্তু শুধু দ্রুত গতিতে বল করলেই সাফল্য আসবে না বলে উমরান মালিককে সতর্ক করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mahammed Shami)।
সুত্রের খবর, ভিডিওতে শামি (Mahammed Shami) বলেন, ‘‘আমি মানছি উমরানের গতি রয়েছে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি গতির ভক্ত নই। যদি ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে কেউ দু’দিকে বল সুইং করাতে পারে, রিভার্স সুইং করাতে পারে তা হলে তা ব্যাটারকে সমস্যায় ফেলার জন্য যথেষ্ট। তাই ওকে আরও পরিণত হতে হবে। শুধু গতি থাকলেই সাফল্য আসবে না।’’
আরও পড়ুন: IPL: আইপিএল নিয়ে জুয়ায় যুক্ত রয়েছে পাকিস্তান! তদন্তে সিবিআই
পাশাপাশি, শামি (Mahammed Shami) আরও বলেন, ‘‘এ বারের আইপিএলে বেশ কয়েক জন তরুণ বোলার উঠে এসেছে। যদি কোনও দেশে এত জন ভাল জোরে বোলার থাকে তা হলে তা দেশের ক্রিকেটের পক্ষে ভাল। তবে তাদের আরও সময় লাগবে। নতুন বলে সুইং ও পুরনো বলে রিভার্স সুইং করাতে জানতে হবে। তার জন্য তাদের আরও বেশি খেলতে হবে। ওরা যত খেলবে তত পরিণত হবে।’’