আমরা নিজের সৌন্দর্য বজায় রাখতে কিনা করি।বর্তমান যুগে মানুষ নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এই সমস্ত রাসায়সনিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে সৌন্দর্যচর্চায় ভরসা রাখুন ঘরোয়া উপায়। জাপান এমন একটা জিনিস যা আমি রান্নায় ব্যবহার করার সাথে সাথেই ত্বকের যত্ন ব্যবহার করতে পারেন।জাফরানে আছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাসিয়াম ও সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। আজকে জেনে নিন উজ্জ্বল ত্বক পেতে জাফরানের ব্যবহার।

 

জাফরান ( Saffron)এবং চন্দনের প্যাক বানান। ২-৩ দানা জাফরান, ১ চা চামচ চন্দনের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।

 

 

জাফরান( Saffron)ও দুধের এই মিশ্রণ রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কাঁচা দুধের সাথে জাফরান মিশিয়ে কিছুক্ষণ রাখুন। এবার দুধে কটন প্যাড ভিজিয়ে সেটা পুরো মুখে ভালোভাবে ম্যাসাজ করুন। থেকে কুড়ি মিনিট রাখার মুখ জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপজল ও জাফরানের( Saffron) মিশ্রণ। টোনার ত্বকের মরা চামড়া ও অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে পারে। ২ টেবিল চামচ গোলাপজলে দুই চিমটি জাফরান ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। তুলো ডুবিয়ে চেপে চেপে মুছে নিন ত্বক। চাইলে এই টোনার ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন।

Image source-google