পূর্ব বর্ধমানের গুসকরায় শুরু হতে চলেছে ফুটবল লিগ (Football League)। যার নাম গুসকরা সুপার লিগ বা জিএসএল। আয়োজনে আমরা সুবজ ক্লাব। আইএসএলের ধাঁচে এই লিগ তৈরি করার চেষ্টা করছে তারা।

সুত্রের খবর, শনিবার থেকে গুসকরা কলেজ মাঠে শুরু হতে চলেছে ফুটবল লিগ (Football League) জিএসএল। মোট পাঁচটি দল নিয়ে এ বছর পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে লিগটি। গুসকরা শহর তো বটেই এছাড়াও আশেপাশের এলাকাতেও বেশ জিএসএল নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। গুসকরা ছাড়াও শিবদা, বোলপুর, বর্ধমান, গণপুর, এরুয়ার,আউসগ্রাম, ছোড়া, ইলামবাজার,লক্ষ্মীগঞ্জ এলাকার ছেলেরা জিএসএলে খেলবেন। গোপিকা বয়েজ, ডিএমএস, স্টার সুটার, ডায়মণ্ড এফ সি ও বাঙালঘটি এই পাঁচটি দলে মোট ১০৫ জন খেলোয়াড়ের নাম করা হয়েছে নথিভুক্ত।

আরও পড়ুন: Yuzvendra Chahal: চহাল ব্যাটার, বাটলার বোলার, ভূমিকা বদল দুই ক্রিকেটারের!

বাঙালঘটি ক্লাবের মালিক বুর্দ্ধেন্দু রায় এই ফুটবল লিগ (Football League) নিয়ে বলেন, “আমাদের এখানে খেলার মাঠগুলি প্রায় সবই খালি পরে রয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই মোবাইলে ব্যস্ত। তাই যাতে মোবাইল ছেড়ে মাঠে আসে, তার জন্যই ফুটবলকে ফিরিয়ে আনার চেষ্টা।”