যুবভারতীতে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে ১১ মে প্রথম অনুশীলন ম্যাচ খেলার কথা সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। তাই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি নিতে আজ, সোমবার সকালে কলকাতায় আসছে ভারতীয় দল। ১৭ ও ২০ মে তাঁদের প্রতিপক্ষ আই লিগের সেরা ফুটবলারদের নিয়ে গড়া দল (আই লিগ স্টার্স)।

সুত্রের খবর, আগামী ৮ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যুবভারতীতে ভারতের প্রথম ম্যাচ কাম্বোডিয়ার বিরুদ্ধে। সুনীলরা (Sunil Chhetri) দ্বিতীয় ম্যাচ খেলবেন আফগানিস্তানের সঙ্গে ১১ জুন। হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ ভারতীয় দল খেলবে ১৪ জুন। মূল পর্বে যোগ্যতা অর্জন করতে মরিয়া কোচ ইগর স্তিমাচ গত ২৬ এপ্রিল থেকে কর্নাটকের বেল্লারিতে ৪১জন ফুটবলারকে নিয়ে রীতিমতো অনুশীলন শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: KKR: পয়েন্ট টেবিলে নেমেই চলেছে কেকেআর

অন্যদিকে, চোট সারিয়ে সুস্থ হয়ে দীর্ঘ দিন পরে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন সুনীলও (Sunil Chhetri)। জানা গিয়েছে, বেল্লারিতে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরেই বেশি জোর দিয়েছেন জাতীয় কোচ। কলকাতায় অনুশীলনের পাশাপাশি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে দোহা উড়ে যাবে ভারতীয় দল।