সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মন্তব্য করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি এ কথা

জানিয়েছেন শনিবার কলকাতার ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধনকালে।

স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের পরিবহনমন্ত্রী ও তৃণমূল নেতা ফরহাদ হাকিমও অনুষ্ঠানে তার পাশে ছিলেন।

শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন অমিত শাহসহ বিজেপির বেশ কয়েকজন নেতা।

রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন সেখানে। এরপরই এমন গুঞ্জন শুরু হয় যে সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন।

তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের রঙ লাগানো যাবে না তার গায়ে

বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজের পরের দিনই তৃণমূল মন্ত্রীর পাশে বসে ‘কলকাতার দাদা’ বুঝিয়ে দিলেন।

তার (Sourav Ganguly) ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে রাজনীতির

জগতের অনেকের সঙ্গেই এমনই বলেছেন এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভপত্নী ডোনা।

তার কাছের মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তো অনেক কিছুই বলে। তাই বলে সব কি সত্য হয়?

এদিন বিসিসিআই সভাপতি জানান, চিকিত্‍সক সরোজ মণ্ডলের এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।

তা জানতে পেরে তিনি বছরখানেক আগে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান। এরপরই দ্রুত জটিলতা কেটে যায়।

গুঞ্জন প্রসঙ্গে সৌরভ বলেন, অমিত শাহর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের।

তার ছেলের সঙ্গে কাজ করি, ওনার সঙ্গে সম্পর্ক ২০০৮ সাল থেকে। নৈশভোজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।