রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিট্যালসের (Delhi Capitals)। দিল্লি ক্যাপিটালস দলের এক নেট বোলার করোনা আক্রান্ত। আইপিএলের নিয়ম অনুযায়ী ওই বোলারের আবার করোনা পরীক্ষা হবে। তবে রবিবারের ম্যাচ এখনও বাতিল করা হয়নি।
সুত্রের খবর, রবিবার সকালে করোনা পরীক্ষা করা হয় দিল্লির (Delhi Capitals) ক্রিকেটারদের। তখনই দেখা যায় করোনা আক্রান্ত এক নেট বোলার। তাঁর সঙ্গে একই ঘরে থাকতেন আরও এক বোলার। তাঁদের দু’জনকেই নিভৃতবাসে রাখা হয়েছে। ফের এক বার করোনা পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত দিল্লি দলের সব সদস্যকেই নিজেদের ঘরে নিভৃতবাসে থাকতে হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: David Warner: পুরনো বন্ধুকে দেখতে পেয়েই নিজস্বী তুললেন ওয়ার্নার
অন্যদিকে, এর আগে দিল্লি দলের (Delhi Capitals) মিচেল মার্শ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে রিকি পন্টিংয়ের পরিবারের সদস্য এবং টিম সেইফার্ট করোনা আক্রান্ত হন। এর ফলে দিল্লির দু’টি ম্যাচ পুণে থেকে সরিয়ে নিয়ে আসা হয় মুম্বাইয়ের মাঠে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পন্থরা। ১০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট।