সৌরভ রাজনীতিতে এলে ভালই করবেন। অমিত শাহর সঙ্গে নৈশভোজের পরদিন ইএম বাইপাসের ধারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।

 

মূলত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র চাণক্য অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পরেরদিনই ফিরহাদ হাকিমের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়।আর তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিমহলে।এরপরই এই প্রসঙ্গকে আরো উস্কে দিল সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।শনিবার হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান আসেন ডোনা গঙ্গোপাধ্যায়।

 

জানা যায় এদিন তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ”সৌরভ রাজনীতিতে আসবেন কিনা ওই বলতে পারবে। তবে এলে ভালই করবেন।” অমিত শাহের সঙ্গে সৌরভের কী আলোচনা হল, এই নিয়েই প্রশ্ন করা হয়েছিল মিডিয়ার পক্ষ থেকে। সেই নিয়ে ডোনা বলেছেন, আমি জানি না কী কথা হয়েছে, তবে রাজনীতি নিয়ে নাও কথা হতে পারে। তারপরেই ডোনা সৌরভের রাজনীতিতে আসা প্রসঙ্গে মুখ খুলেছেন।