টাকা চেয়ে এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের (TMC) প্রধানকে।

 

ঠিক কী ঘটেছে?জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ব্লকের দেবীপুর গ্রামপঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিক। তাঁর বিরুদ্ধে হুমকি, মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গত কয়েকদিন আগে ঠাকুরপুকুরের এক ব্যবসায়ীর থেকে মাছ নেন সনাতন। তারপর টাকা দিতে টালবাহানা শুরু করেন। এরপর টাকা দেওয়ার নাম করে ডেকে এনে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পরে জখম ব্যবসায়ী ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সনাতনকে গ্রেফতার করে। এদিন সকালে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে বিশাল বাহিনী নিয়ে দেবীপুরে প্রধানের বাড়িতে উপস্থিত হন। কিন্তু তখন পাওয়া যায়নি অভিযুক্ত নেতাকে। পরে স্থানীয় বাজার থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

 

সূত্রের খবর ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে হুমকি, মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে।

 

আরো পড়ুন:Nadia:প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক